অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল মারাত্মক এক “মহাঝড়ের” মুখে


আবহাওয়ার পুর্বাভাষকারীরা বলছেন যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুল বরাবর আজ অবস্থার আরও অবনতি ঘটবে যখন মারাত্মক একটি সামুদ্রিক ঝড় মূল ভূকন্ডে আঘাত হানবে। এর ফলে এ দেশের সব চেয়ে জনবহুল এলাকাগুলির একটি বৃহৎ অংশে প্রচন্ড বর্ষন হবে এবং বাতাস বইবে।

স্যান্ডি নামের এই ঘুর্ণিঝড় উপকুল বরাবর এগিয়ে আসছে এবং অনুমান করা হচ্ছে যে তারা শীতকালীন আরও দুটি ঝড়ের সঙ্গে মিলে একটি সম্মিলিত মহাঝড় বা superstorm এ রূপান্তরিত হবে। এই ঝড়ের কবলে প্রায় ছ কোটি লোক পড়বে। অনুমান করা হচ্ছে যে সোমবার দিনের শেষে এটি আঘাত হানবে।

আবহাওয়াবিদরা মনে করছেন এই ঝড়ের ফলে ভার্জিনিয়া অংগরাজ্য থেকে মেসাচুসেট্স পর্যন্ত প্রায় ঘুর্ণি ঝড়ের মতো শক্তিশালী বাতাস বইবে।

জাতীয় আবহাওয়া পরিষেবা পুর্বাভাষে জানিয়েছে যে ঝড়ের কারণে সমুদ্রের জল প্রায় তিন মিটার পর্যন্ত উপরে উঠবে , যা নিউ ইয়র্কের পোতাশ্রয় পর্যন্ত পৌছুবে।

এই ঝড়ের কারণে ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্কের স্কুলগুলো বন্ধ রয়েছে এবং গণপরিবহন পরিষেবা ও বন্ধ করে দেয়া হয়েছে। ওয়াশিংটনে ফেডারেল সরকারের দপ্তর বন্ধ রয়েছে , কেবলমাত্র জরুরী কর্মিরা কাজ করছেন। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার সোমবার বন্ধ রয়েছে এবং জাতিসংঘও তাদের বৈঠক বাতিল করে , দপ্তর বন্ধ ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এখানকার ফেডারেল এমারজেন্সি ম্যানেজম্যান্ট এজেন্সি’র্মকএটি অবহিতকরণ বৈঠকে প্রেসিডেন্ট ওবামা বলেন যে এটি খুবই মারাত্ম ঝড়। তিনি বলেন সবার জন্যে তাঁর প্রথম বার্তাটি হচে।ছ যে তাদেরকে বিসয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং নিজ নিজ রাজ্যের নির্দেশনা মেনে চলতে হবে।
XS
SM
MD
LG