অ্যাকসেসিবিলিটি লিংক

ইবোলা মহামারীর পর কঙ্গো এবারে করোনা সংক্রমণের ঝুঁকিতে


কঙ্গো অতীতে ইবোলা মহামারীর বিরুদ্ধে লড়েছে, যে প্রাণঘাতী ইবোলা ১৮ মাসে সে দেশের হাজার হাজার জীবন কেঁড়ে নিয়েছিলI এখন সেই কঙ্গো আবার নুতন ঝুঁকির মুখেI পরিশ্রান্ত ও আতংকিত কঙ্গো'র জনগণ যখন ইবোলা মহামারীর সমাপ্তি ঘোষণা দেবার প্রস্তুতি নিচ্ছেন, তখুনি তাদের সম্মুখে দাঁড়িয়ে নুতন মৃত্যুর হাতছানিI এখন কঙ্গোর জনগণকে দুটি হুমকির মোকাবেলা করতে হবেI

তবে প্রশ্ন দেখা দিয়েছে, সংঘাতের কারণে যে দেশটি বহু দশক ধরে বিপর্যস্ত, দুর্নীতি যেখানে খনিজ-সমৃদ্ধ দেশটির বিশাল জনগোষ্ঠীকে দারিদ্র-সীমায় নিয়ে গেছে এবং স্বাস্থ্যকর্মীরা যেখানে সেবার কারণে নিহত হয়েছেন, আন্তর্জাতিক সমাজ কি পারবে কঙ্গোর সেবায় এগিয়ে আসতে যখন বিশ্ব এই মহামারীর বিরুদ্ধে লড়ছে ?

XS
SM
MD
LG