অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম আফ্রিকাকে গ্রাস করে নিচ্ছে ইবোলা


লাইবেরিয়ার প্রেসিডেন্ট দেশের স্বাস্থ্যকর্মীদের আবারো আশ্বস্ত করেছেন। বলেছেন, ইবোলা নিয়ন্ত্রণের জন্যে আরো ব্যবস্থা নেয়া হচ্ছে।

এলেন জনসন স্যারলিফ শনিবার মনরোভিয়ার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দেখা করেছেন। স্বাস্থ্যকর্মীরা দাবী জানিয়ে আসছে যাতে তাদের মজুরি বাড়ানো্ হয় এবং কাজের পরিবেশ উন্নত করা হয়।

প্রেসিডেণ্ট মজুরি বাড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। অবশ্য, অন্যান্য দাবী দাওয়ার ব্যাপারে ধৈর্য ধরার জন্যে অনুরোধ করেছেন। সেই দাবীর মধ্যে রয়েছে, আরো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা।

ইবোলা ভাইরাসে, লাইবেরিয়া, গিনি ও সিয়েরা লিওনের প্রায় ১হাজার মানুষ মারা গেছে। শনিবার গিনি সরকার ঘোষণা দিয়েছে, তারা লাইবেরিয়া ও সিয়েরা লিওনের সঙ্গে সীমান্ত পারাপার নিষিদ্ধ করে দিচ্ছে।

ইবোলার কোন ওষুধ বা টিকা এখনও আবিষ্কৃত হয়নি।

XS
SM
MD
LG