ইবোলা ভাইরাসের সবচাইতে মারাত্মক প্রাদুর্ভাবে মোকাবেলায়, সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আরনেস্ট বাই কোরোমা, জরুরি অবস্থা ঘোষণা করেন।
জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মি কোরোমা বলেন সরকার, যে সব এলাকায় এই রোগ দেখা দিয়েছে সে সব এলাকাগুলো পৃথক করে রাখার জোরালো ব্যবস্থা নেওয়া হচ্ছে, গণ বৈঠক নিয়ন্ত্রণ করা হচ্ছে, ঘর বাড়ি তল্লাশি করা হচ্ছে রোগীদের শনাক্ত করার জন্য এবং দেশের প্রধান বিমান বন্দরে যাত্রীদের জন্য নিয়ম বিধি হালনাগাদ করা হচ্ছে। ৬০ থেকে ৯০ দিন এই ব্যবস্থা বলবৎ থাকবে।