অ্যাকসেসিবিলিটি লিংক

নিরপেক্ষ লোকদের দিয়ে একাদশ সংসদ নির্বাচন করার পরামর্শ বিশেষজ্ঞদের


সকল দলের অংশ গ্রহন এবং নিরপেক্ষ লোকদের দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার মাধ্যমে একাদশ জাতিয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন (ইসি) কে পরামর্শ দিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার ঢাকায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কমিশনার এবং নির্বাচন বিশেষজ্ঞদের সাথে ইসির সংলাপে এমন পরামর্শ দিয়েছেন তাঁরা। নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সাথে আগামী জাতিয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিকদলসহ বিভিন্ন পক্ষের ধারাবাহিক সংলাপের সমাপ্তি ঘটল।

মঙ্গলবারের সংলাপ শেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রাউফ সাংবাদিকদের বলেন সুষ্ঠু নির্বাচনের পথে বিশৃঙ্খলা অন্যতম অন্তরায়। তিনি বলেন বর্তমান ইসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরপেক্ষতার প্রমাণ করা।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ লোকদের ভোটের কাজে নিয়োজিত করা দরকার বলে উল্লেখ করে বিচারপতি রউফ বলেন সরকারি কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

XS
SM
MD
LG