অ্যাকসেসিবিলিটি লিংক

মানবাধিকার ব্যাক্তিত্ব আব্দুল সাত্তার এডির মৃত্যুতে হোয়াইট হাউজের শোক


Karachi, Pakistan
Karachi, Pakistan

হোয়াইট হাউজ শোক বার্তায় বলা হয়, আব্দুস সাত্তার এডি ছিলেন বিশ্বের অনন্য এক মানবাধিকার কর্মী। প্রায় ৬০ বছর আগে পাকিস্তানের করাচীতে তিনি এবং তাঁর স্ত্রী বিলকিস যে মেডিকেল ক্লিনিক গড়ে তুলেছিলেন তার মধ্যে দিয়ে পাকিস্তানের প্রত্যন্ত অনুন্নত অঞ্চলে সুবিধা বঞ্চিত মানুষদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন তিনি। সেই সুবিধা বঞ্চিত মানুষদের জন্যে পর্যায়ক্রমে গড়ে তুলেছিলেন নার্সীং হোম, এতিমখানা; যার মধ্যে ছিল মেটার্নীটি ওয়ার্ড, নারীদের আশ্রয়কেন্দ্র, পূনর্বাসন কেন্দ্র এবং বিশ্বের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী এ্যাম্বুলেন্স বহর। পাকিস্তানের সীমান্ত ছাড়িয়ে এদাহীর জনহতৈষী ফাউন্ডেশনের কাজকর্ম বিভিন্ন দেশে বিস্তৃতি লাভ করে। এডি নিজেই এ্যাম্বুলেন্স চালিয়ে অসুস্থ মানুষের সেবা করতেন।

এডি তাঁর জীবনকে নিবেদিত করেছিলেন মানুষের সেবায়। তিনি ধর্ম বর্ন জাতিভেদে সকলের জন্য সমান চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। বিলকিস এবং তাঁদের চার সন্তানসহ সারা বিশ্বের লক্ষ্ লক্ষ মানুষ; যাদেরকে সেবা দিয়ে এদাহী সুস্থ্য করে তুলেছেন তারা এবং পাকিস্তানের সকলের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি।

XS
SM
MD
LG