অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে এল বারাদেই অন্তর্বর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন


মিশরের সামরিক বাহিনী সমর্থিত অন্তর্বর্তী সরকারের নেতৃবৃন্দ, মধ্যপন্থী সুপরিচিত নেতা মোহাম্মদ এল বারাদেই কে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করিয়েছেন। তারা যুক্তরাষ্ট্রে মিশরের সাবেক রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রীর পদ গ্রহনের প্রস্তাব দিয়েছে।

রবিবার এল বারাদেই, অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর এর সামনে শপথ গ্রহণ করেন।
জাতিসংঘের পারমানবিক সংস্থার সাবেক প্রধান এবং নোবেল পুরষ্কার বিজয়ী এল বারাদেই মধ্যপন্থী বিরোধী কোয়ালিশনের নেতা ছিলেন। ওই কোয়ালিশান দু সপ্তাহ আগে বিশাল প্রতিবাদ বিক্ষোভ করে। তারা ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির পদত্যাগ দাবী করেন।

মিশরের সামরিক বাহিনী ৩ জুলাই মোরসিকে ক্ষনতাচ্যুত করে। লক্ষ্ লক্ষ মানুষ দেশের প্রথম নির্বাচিত প্রেসিডন্টের বিরুদ্ধে অভিযোগ করে যে তিনি অর্থনীতি ধ্ংশ করছেন এবং ইসলাম পন্থীদের হাতে ক্ষমতা দিচ্ছেন।
XS
SM
MD
LG