অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের প্রেসিডেন্টের সমর্থকরা সমাবেশ করেছে


মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসীর হাজার হাজার সমর্থক কায়রো বিশ্ববিদ্যালয়ের বাইরে এক জমায়েতের আয়োজন করেছে।

শনিবার মুস্লিম ব্রাদারহুড সংগঠন মিষ্টার মুরসী এবং গনভোটের জন্য নির্ধারিত খসড়া সংবিধানের সমর্থনে সারা মিশরে জমায়েতের ডাক দেয়।

ওদিকে মিশরীয় প্রেসিডেন্ট ও খসড়া সংবিধান বিরোধী হাজার হাজার বিক্ষোভকারী নবম দিনের মত কায়রোর তাহরির স্কোয়ারে বিক্ষোভ জমায়েত অব্যাহত রাখে।

প্রেসিডেন্ট মুরসী ঘোষিত আইনে তাঁকে অসাধারন ক্ষমতার অধিকারী করার প্রতিবাদে শুক্রবার স্টেট কোর্ট গুলি জাতীয় আইন বিভাগের সদস্যদের সংগে ধর্মঘটে জোগ দেয়। স্টেট কোর্টএর বিচারকরা খুব জরুরী বিষয় ছাড়া কর্ম বিরতির কথা ঘোষনা করেন। তাঁরা প্রেসিডেন্ট মুরসী ঘোষিত আইন, যাতে তাঁকে সকল আইনী বিবেচনার উর্ধে রাখার কথা রয়েছে, সেটি নাকচ করার দাবী করেছেন।

মিষ্টার মুরসী মিশরের বিচারকদের বিরুদ্ধে লড়াই এ লিপ্ত রয়েছেন। তাঁদের অনেকেই মিশরীয় সংসদে প্রভাবশীল মুস্লিম ব্রাদারহুড সংগঠনের বিরোধী। মিশরীয় প্রেসিডেন্ট এক সময়ে নিষিদ্ধ ওই সংগঠনের প্রাক্তন সদস্য।
XS
SM
MD
LG