অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে নতুন সংবিধানের ওপর চূড়ান্ত গণভোট হচ্ছে


শনিবার মিশরে জনগন বিতর্কিত নতুন সংবিধানের ওপর গণভোট অংশ নিচ্ছে। গণভোটের দ্বিতীয় দফা ও চূড়ান্ত পর্ব সম্পন্নের জন্য শনিবার দিনও ভোট কেন্দ্র গুলি খোলা রাখা হয়।

শনিবারের প্রথম দফা ভোটের বেসরকারী ফলাফলে দেখা যায়, ৫৭ শতাংশ ভোটার প্রেসিডেন্ট মোহামেদ মুরসী এবং তাঁর প্রাক্তন দল মুস্লিম ব্রাদারহুডের সমর্থনপুষ্ট এই নতুন সনদের পক্ষে ভোট দিয়েছে।

তবে উদারপন্থী, ধর্মনিরপেক্ষ এবং খ্রিষ্টান বিরোধী দল গুলির আশংকা, এই সংবিধান নাগরিক অধিকার খর্ব করবে। তাঁদের মতে এই সংবিধান ইসলামী আইনের ভূমিকা বৃদ্ধি করবে এবং সেটিতে নারী অধিকারের কথা উল্লেখ করা হয়নি।

গতমাসে উদারপন্থী এবং খ্রিষ্টান সদস্যরা সংসদীয় কমিটি থেকে বার হয়ে যাবার পর প্রধানতঃ ইসলামপন্থী প্রধান কমিটি এই প্রস্তাব অনুমোদন করে। উদারপন্থী এবং খ্রিষ্টান সদস্যদের অভি্যোগ, কমিটিতে তাঁদের মতামত উপেক্ষা করা হয়েছে।
XS
SM
MD
LG