অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের এলবারাদেই নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন


মিশরের একজন শীর্ষস্থানীয় বিরোধী নেতা সে দেশের আসন্ন সংসদীয় নির্বাচন বর্জন করার আহবান জানিয়েছেন। মোহামেদ এলবারাদেই শনিবার বলেন, তিনি ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুরসীর এসপ্তাহের গোড়ার দিকে ঘোষিত নির্বাচনে অংশ নেবেননা।

মিষ্টার এলবারাদেই নির্বাচনকে প্রতারনামূলক কাজ বলে আখ্যা দেন। প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর ইসলামপন্থী্রা প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়ে আসছে।

জাতিসংঘের পারমানবিক সংস্থার প্রাক্তন প্রধান এলবারাদেই টূইটারে জানান, মিষ্টার মুবারকের সময়ে ২০১০ সালের নির্বাচন বয়কটের মত সবাইকে এই নির্বাচন বর্জনের আহবান তিনি দিচ্ছেন। প্রাক্তন প্রেসিডেন্ট মুবারককে এর পরের বছর ক্ষমতাচ্যুত করা হয়।

প্রেসিডেন্ট মুরসী প্রথমে ২৭ শে এপ্রিল নির্বাচনের কথা ঘোষনা করেন। পরে শনিবারদিন কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট সঙ্খখ্যালঘু কপ্টিক খৃস্টানদের প্রতিবাদের মুখে দিনটি পরিবর্তনের কথা বিবেচনা করছেন। তাঁর নির্ধারিত দিনটি খৃষ্টানদের ছুটির দিনে গিয়ে পড়তো।

মিশরের অন্যান্য বিরোধী নেতারা এলবারাদেই এর আহবানে সাড়া দেবার ব্যপারে কোন মন্তব্য করেননি।
XS
SM
MD
LG