অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে সুফি মুসলমানরা বলছেন তারা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্মবার্ষিকী পালন করবেন


People stand outside Al Rawdah mosque, where a bomb exploded, in Bir Al-Abed, Egypt, Nov. 25, 2017.
People stand outside Al Rawdah mosque, where a bomb exploded, in Bir Al-Abed, Egypt, Nov. 25, 2017.

মিশরে সুফি মুসলমানরা বলছেন তারা প্রতিবারের মত নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্মবার্ষিকী পালন করবার পরিকল্পনা অব্যাহত রাখবেন। গত শুক্রবার সাইনাই প্রদেশে বির আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদে ইমাম জুম্মার নামাজের পর যখন খুতবা শুরু করেন সে সময় সন্ত্রাসীরা হামলা চালায়। আক্রমণে ২৭জন শিশু সহ ৩০৫ জন নিহত হয়। আহত হয় ১২৮জন।

শুক্রবারের আক্রমণের দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে সেখানে ব্যাপক ভাবে মনে করা হচ্ছে যে সুফিরা ওই মসজিদে নামাজ পড়েন বলে সেখানে হামলা চালানো হয়েছে। ইসলামিক চরমপন্থীরা সুফিবাদকে ধর্মদ্রোহীতা বলে বিবেচনা করে।

XS
SM
MD
LG