মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি তার বিরুদ্ধে যে মামলা হচ্ছে তা প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন তিনই হচ্ছেন দেশের বৈধ প্রেসিডেন্ট।
সোমবার বিচার শুরু হয় কিন্তু মাত্র কয়েক মিনিট তা চলে।মি: মোরসি ও তার অন্যান্য সহ প্রতিবাদীরা প্রতিবাদ জানিয়ে ধ্বনি তোলেন এবং বিচারক ৮ই জানুয়ারি অবধি বিচার স্থগিত করেন।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আদালতকে বলেন তার বিচার করার কোন আইনগত অধিকার নেই এবং আভ্যুথ্থানের নেতাদের বিচার করা উচিত।
মি: মোরসি ও তার ১৪ জন সহ প্রতিবাদীর বিরুদ্ধে অভিযোগ যে তারা গত ডিসেম্বার মাসে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সংঘর্ষের সময় হত্যা ও সহিংসতায় উস্কানি দিয়েছেন।
সোমবার বিচার শুরু হয় কিন্তু মাত্র কয়েক মিনিট তা চলে।মি: মোরসি ও তার অন্যান্য সহ প্রতিবাদীরা প্রতিবাদ জানিয়ে ধ্বনি তোলেন এবং বিচারক ৮ই জানুয়ারি অবধি বিচার স্থগিত করেন।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আদালতকে বলেন তার বিচার করার কোন আইনগত অধিকার নেই এবং আভ্যুথ্থানের নেতাদের বিচার করা উচিত।
মি: মোরসি ও তার ১৪ জন সহ প্রতিবাদীর বিরুদ্ধে অভিযোগ যে তারা গত ডিসেম্বার মাসে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সংঘর্ষের সময় হত্যা ও সহিংসতায় উস্কানি দিয়েছেন।