অ্যাকসেসিবিলিটি লিংক

কায়রো সংঘর্ষে ৫১ জন নিহত, সেনা বাহিনী ও মুসলিম ব্রাদারহুড একে অপরকে দোষারোপ করছে


মিশরের সামরিক বাহিনী এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি’র সমর্থকরা বাক যুদ্ধে লিপ্ত হয়েছে এবং একে অপরকে দোষারোপ করছে সংঘর্ষের জন্য, যে সংঘর্ষে ৫১ জন নিহত হয়, আহত হয় শত শত মানুষ।

প্রত্যক্ষ্যদর্শীরা বলেছেন রিপাবলিকান গার্ড এর সদর কার্যালয়ের কাছে রাস্তাগুলোতে সোমবার যখন মোরসির সমর্থকরা প্রতিবাদ বিক্ষোভ করে তখন সেখানে কাদানে গ্যাস ছোড়া হয় এবং গুলি চালানো হয়। মুসলিম ব্রাদারহুড এর কর্মকর্তারা অভিযোগ করেন যে সেনাবাহিনী কোন উষ্কানি ছাড়া গুলি চালায়। সামরিক কর্মকর্তারা অভিযোগ করেন যে সন্ত্রাসী গ্রুপগুলো ওই ভবনে চড়াও হতে চেষ্টা করে।

মিশরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আডলি মানসুর সংযোম প্রদর্শনের আহ্বান জানান এবং বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। কিন্তু ওই ঘটনায় অন্তর্বর্তী সরকার গঠনের প্রচেষ্টায় আরও বিঘ্ন সৃষ্টি হয়।
XS
SM
MD
LG