অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে মুসলিম ব্রাদারহুড সমর্থকরা সন্ত্রাসী আইনে গ্রেপ্তার


মিশরের সামরিক বাহিনী সমর্থিত সরকার মুসলিম ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার একদিন পরই সংগঠনটির বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

রাষ্ট্র পরিচালিক সংবাদ মাধ্যম নীল নদের বদ্বীপে শারকিয়া প্রদেশ থেকে ১৬ জন ব্রাদারহুড কর্মিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সন্দেহ করা হচ্ছে , দলটির আদর্শ প্রচার করা , প্রচারপত্র বিলি করা এবং সেনাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে সহিংসতায় ইন্ধন জোগানোর অভিযোগ আনা হয়েছে।

এর আগে কায়রোতে একটি যাত্রীবাহী বাসের কাছে বোমা বিস্ফোরিত হলে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। তদন্তকারীরা বলছেন যে আজ বৃহস্পতিবারের ঐ বিস্ফোরণটি ঘটে ব্যস্ত রাস্তার চৌমাথার মোড়ে । ঐ বাসের চালক আদেল আব্দুল ফাতাহ ঘটনাটির বর্ণনা দিয়ে বলেন তিনি যখন বাসটি চালাচ্ছিলেন , বাসে বিস্ফোরণের আঘাত লাগে , বাসের সব জানলা ভেঙ্গে যায় এবং চার জন আহত হয় যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মিশরের কর্মকর্তারা বলছেন যে এ টা সম্ভব যে ঐ বিস্ফোরকগুলো বাসটির যাবার পথে পাতা ছিল। সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রক বলছে যে বোমাগুলো পাতা ছিল জনমনে ত্রাস সৃষ্টির জন্য।
XS
SM
MD
LG