অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক নিন্দা তোয়াক্কা না করে মিশরে দমন অভিযান অব্যহত


বুধবার কায়রোয় বিক্ষোভকারীদের ওপর পুলিশি অভিযানে ৫০০ জনেরও বেশী মানূষ নিহত হওয়ারপর আন্তর্জাতিক মহলের নিন্দামন্দ স্বত্বেও মিশরের অন্তবর্তী সরকার বিক্ষোভকারীদের দমনে দৃঢ় প্রতিজ্ঞ।

কায়রোসহ সকল শহরে বৃহস্পতিবার বিক্ষোভকারীদের প্রতিবাদের আবারো উত্তপ্ত হয়ে উঠেছে দেশটি। দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহামেদ মোরসী সমর্থকরা নতুন করে বিক্ষোভ করছেন। কায়রোর একটি সরকারী ভবনে আগুন লাগায় তারা।

মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে মুসলিম ব্রাদারহুডের কয়েক শত সমর্থক বৃহস্পতিবার গিজা এলাকার সরকারী অফিসে আগুন লাগিয়ে দেয়। আরেকদল সমর্থক মোরসীকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবীতে আলেক্সান্দ্রিয়ার দিকে মিছিল করে।

টেলিভিশন ফুটেজে দেখা যায় বুধবারের অভিযানে নিহত কাপড়ে পেচানো কয়েকশ মৃতদেহ কায়রোর এল ইমান মসজিদে রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবারের ঘটনায় ৫২৫ জন নিহত ও ৩ হাজার ৭০০ জন আহত হয়। তবে মুসলিম ব্রাদারহুড দাবী করেছে মৃতের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়েছে।

অন্তর্বতী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিক্ষোভকারীদেরকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বুধবারের অভিযান সম্পর্কে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী মোহামেদ ইব্রাহিম বলেন সেদিন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী শুধুমাত্র টিয়ার গ্যাস ব্যবহার করেছিল।
XS
SM
MD
LG