অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে প্রেসিডেন্ট মোরসীর বিরূদ্ধে লাগাতার প্রতিবাদ বিক্ষোভ


মিশরে প্রেসিডেন্ট মোহামেদ মোরসীর বিরূদ্ধে প্রতিবাদ জানাতে , বিক্ষোভ করতে এই নিয়ে পর পর অষ্টম দিনের মতো কায়রোর তাহরীর স্কোয়ারে মিলিত হয়েছে বহূ মানুষ । ইতিমধ্যে ইসলামপন্থী প্রভাবাধীন একটি প্যানেল , মিশরের নতুন সংবিধানের খসড়া অনূমোদন করেছে – যে সংবিধানের ওপর এখন দেশব্যাপি গণভোট করাতে হবে ।
বিভিন্ন খৃষ্টান ও উদারপন্থী সদস্যবৃন্দ ঐ প্যানেলকে বয়কট করেছেন । ঐ প্যানেল ইতিমধ্যে, সংবিধানের মূল উত্স হিসেবে ইসলামি নিতি-আদর্শের অনূসরন অক্ষুন্ন রেখেছে । ২ শ’ ৩৪ ধারার ঐ সংবিধান অনুমোদনের লক্ষে তাড়াহুড়ো করে ঐ প্যানেলের বৈঠক বসে বৃহস্পতিবার অপরাহ্নে –চলে শুক্রবার সকাল পর্যন্ত । সংসদ , রবিবারের আগেই খসড়া সংবিধান অনুমোদন করার লক্ষে ভোটাভুটি আগে ভাগে করিয়ে নেয় । রবিবারেই মিশরের সর্বোচ্চ বিচারিক কতৃপক্ষ ঐ প্যানেল বিলুপ্ত করা হবে কিনা সে বিষয়ে রায় দেবে বলে কথা রয়েছে । গত কয়েক দিনের ভেতর উদারপন্থী ও খৃষ্টান মিলিয়ে প্রায় ৩০ সদস্য এ প্যানেল থেকে বেরিয়ে যান , তাঁদের কথায় , প্রেসিডেন্ট মোরসীর অনুগত ইসলামপন্থীরা গোটা প্রক্রিয়াকেই ছিনতাই করছে , এ অভিযোগেরই প্রতিধ্বনী তুলে ।
মিশরে প্রতিবাদীরা বিক্ষোভ করছে একথা ব’লে যে প্রেসিডেন্ট মোরসী ক্ষমতা কুক্ষিগত করছেন – স্বৈরাচার সুলভ তরিকায় ।
XS
SM
MD
LG