অ্যাকসেসিবিলিটি লিংক

মোরসী ও প্রতিবাদিদের প্রতি সামরিক বাহিনীর আল্টিমেটাল


মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মোরসী দেশের শীর্ষ সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠকে রয়েছেন – ইতিমধ্যে বিরোধি গ্রুপগুলো প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছেন কায়রোর তাহরির স্কোয়ারে । সামরিক বাহিনী বলছে বিরোধি দলিয় প্রতিবাদিদের সঙ্গে একটা বোঝাপড়া করতে বুধবার পর্যন্ত সময় রয়েছে মি:মোরসীর । বলা হয় তিনি ব্যর্থ হলে সামরিক বাহিনী নিজেরাই দেশের রাজনৈতিক মানচিত্র নির্ধারণ করে নেবে । তবে প্রেসিডেন্ট মোরসী ইতিমধ্যেই ঐ হূঁশিয়ারি প্রত্যাখ্যান করেছেন । মি:মোরসির মুসলিম ব্রাদারহূড দলের এসাম এল এরিয়ান সামরিক বাহিনীর এহেন ভাবভঙ্গির বিরূপ সমালোচনা করেন ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা , মিশরের নেতা মোহামেদ মোরসির প্রতি আহ্বান জানাচ্ছেন যে তিনি যেন বিরোধি পক্ষিয় প্রতিবাদ বিক্ষোভ কারিদেরকে বোঝান যে তাঁদের আপত্তি-দূশ্চিন্তার বিষয়গুলো নিয়ে তিনি ভাবছেন , সেসবকে তিনি গুরুত্ব দিচ্ছেন ।
মিশরে বেশ কিছুদিন যাবতই ব্যাপক বিস্তৃতভাবে বিশাল আকারে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে – মোরসী বিরোধিদের অনেকেই তাঁর পদত্যাগ দাবি করছেন । কিছু কিছু এলাকায় সহিংসতার উদ্ভব ঘটেছে – কমসে কম ১৬ জনের মৃত্যু হয়েছে ।
XS
SM
MD
LG