অ্যাকসেসিবিলিটি লিংক

মুবারকের পুনর্বিচার : আদালতের আদেশ


মিশরের একটি আদালত প্রেসিডেন্ট হোসনি মুবারকের পুনবিচারের আদেশ দিয়েছে । মি মুবারক এরই মধ্যে যাজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়েছেন।

আজ রোবববার আদালতটি ৮৪ বছর বয়সী এই সাবেক নেতার পুনর্বিচার অনুমোদন করেছে। এর কয়েক মাস আগেই তাকে তার বিরুদ্ধে গণ অভূত্থানের সময়ে শত শত বিক্ষোভকারীকে হত্যার ষড়যন্ত্রের জন্যে দোষী সাব্যস্ত করা হয়। ঐ অভুত্থানের ফলে ২০১১ সালে তাঁর তিন দশকের শাসনের পরিসমাপ্তি ঘটে।

ঐ আপিল আদালতের রায়ে আরও বলা হয় যে মুবারকের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী হাবিব এল এদলি , যিনি নিজেও যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত , তিনিও নতুন করে বিচারের সম্মুখীন হবেন , যেমন হবেন তার দুই পুত্র গামাল এবং আলা। তাদের সবাইকেই আটক থাকতে হবে কারণ তারা অন্যান্য অভিযোগেও অভিযুক্ত।

বিচারের নতুন তারিখ এখন ও ঠিক করা হয়নি। মুবারকের বিরুদ্ধে অভিযোগ গুলি একই থাকবে বলে জানা গেছে।

কায়রোতে আদালতের এই রায়ের পর , মুবারক সমর্থকরা , ন্যায় বিচার জিন্দাবাদ বলে ধ্বনি দেন।
XS
SM
MD
LG