অ্যাকসেসিবিলিটি লিংক

মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সমর্থক ও সরকারী বাহিনীর মধ্যে গুলি বিনিময়




কায়রোতে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সমর্থক এবং সরকারী বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের খবর পাওয়া গিয়েছে। দেশব্যাপী আরো অন্যান্য এলাকায়ও হিংসা হানাহানি হয়েছে। একজনের প্রাণনাশের খরব পাওয়া গিয়েছে তবে সত্যতা জানা যায়নি এমন খবরে মৃতের সংখ্যা আরো বেশী হতে পারে বলে ইংগিত দেওয়া হচ্ছে।

প্রত্যাক্ষদর্শীরা বলছে, শুক্রবার মোরসিপন্থী প্রতিবাদকারীরা যখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করে তখন সেনারা সমর্থকদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

মোরসির হাজার হাজার সমর্থক কায়রোর নাসর শহরে রাবা আল আদাওয়েয়া মসজিদের বাইরে সমাবেত হয় তারা ড্রাম বাজিয়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে শ্লোগান দেয় এবং মিঃ মোরসিকে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করে।

মুসলিম ব্রাদারহুড ফ্রীডম এন্ড জাষ্টিস পার্টির সদস্য ইসলাম আবদেল রহমান ভয়েস অব আমেরিকাকে জানান, ব্রাদারহুড দল
মিঃ মোরসিকে এখনও আইনত প্রেসিডেন্ট বলেই স্বীকার করেন।

আমদের বিশ্বাস আমরা শান্তিপূর্ণভাবেই সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করছি। আমরা অস্ত্র ধারণ করা অথবা এই ধরণের কিছু করা বিশ্বাস করি না, আমরা এখনো বিশ্বাস করি যে এইদেশে রাজনৈতিক ভাবেই পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে।
XS
SM
MD
LG