অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে শপথ নিলো অন্তবর্তী সরকার


মিশরের সামরিক বাহিনী সমর্থিত অন্তবর্তী নেতারা , ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির ক্ষমতাচ্যুত হবার প্রায় দু সপ্তা পর , দেশের প্রথম মন্ত্রীসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবারের এই শপথ গ্রহণের আগে নিরাপত্তা বাহিনী ও মি মোরসির সমর্থকদের মধ্যে রাতভর সংঘর্ষে সাতজন নিহত এবং ২৮০ জনের ও বেশি লোক আহত হয়েছে।

অন্তবর্তী প্রধানমন্ত্রী হাযেম এল বেবলাওয়ীর নের্তৃত্বে এই নতুন সরকার মূলত উদারপন্থি এবং টেকনো ক্র্যাটদের নিয়ে গঠিত।

এই অন্তবর্তী মন্ত্রী পরিষদে সাতজন সদস্য সাবেক প্রশাসনে ও ছিলেন। এদের মধ্যে রয়েছেন সেনা প্রধান আব্দেল ফাত্তাহ এল সিসি , যিনি প্রতিরক্ষা মন্ত্রী ও উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তিনিজন মহিলা মন্ত্রীকেও নিয়োগ দেওয়া হয় , যারা স্বাস্থ্য , তথ্য ও পরিবশে মন্ত্রকের দায়িত্বে থাকবেন। নতুন এই মন্ত্রী সভায় ইসলামপন্থি দলগুলো থেকে কাউকে নেওয়া হয়নি। মি মোরসির ব্রাদারহুডকে পদ নেয়ার প্রস্তাব নেওয়া হয়েছিল কিন্তু তারা অন্তবর্তী সরকারকে অবৈধ বলে ঐ প্রস্তাব প্রত্যাখান করে।
XS
SM
MD
LG