অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের অন্তবর্তী নেতারা মন্ত্রীপরিষদ গঠনের কাজ করছেন


মিশরের অন্তবর্তী নেতারা সরকার গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন যদি ও মোহাম্মদ মোরসির অপসারণের পর দেশ কি ভাবে এগুচ্ছে সে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে।

অন্তবর্তী প্রধানমন্ত্রী হাজেম এল বিলাউয়ি আজ সম্ভাব্য মন্ত্রী পরিষদ সদস্যদের বাছাই করার বিষয়টি বিবেচনা করে দেখছেন। এ দিকে মি মোরসীর মুসলিম ব্রাদাহুড ও ব্যাপারে কোন ভুমিকা রাখার প্রস্তাব নাকচ করে , তাদের নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সমালোচনা করেছেন। এর আগে বুধবার মিশরের শীর্ষ সরকারী কৌসুলি ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদিয়ে, তাঁর সহকারীদের এবং আরও আটজনের গ্রেপ্তারের আদেশ দিয়ে বলেছেন যে তারা ঐ সহিংসতায় ইন্ধন জোগান যাতে সোমবার কায়রোতে ৫১ জন নিহত হন।
XS
SM
MD
LG