অ্যাকসেসিবিলিটি লিংক

জেলখানা ভাঙার সংগঠনের জন্য মুরসি বিচারের সম্মুখীন


মিশরে রাষ্ট্র পক্ষের কৌসুলিরা বলছেন যে তিন বছর আগে সে দেশে গণজাগরণের সময়ে জেল খানা ভাঙ্গা্ এবং পুলিশ কর্মকর্তাদের হত্যা সংগঠিত করার জন্যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।


এটি হচ্ছে পৃথক পৃথক অভিযোগে মি মুরসির তৃতীয় বিচার । এ দিকে মিশর কর্তৃপক্ষ মুসলিম ব্রাদারহুডের ওপর তাদের অভিযান আরও বাড়িয়ে তুলেছে।

এই নতুন মামলায় ১৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে যাদের মধ্যে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠি হামাস এবং লেবানন ভিত্তিক জঙ্গি গোষ্ঠি হেজবুল্লাহর বহু সদস্য ও আছে। এই সব গোষ্ঠির সদস্যরা ও তাদের মধ্যেই ছিল যারা আক্রমণ চালিয়েছিল এবং গোলযোগের সময়ে কারাগার থেকে পালিয়েছিল। বিচারের কোন তারিখ নির্দিষ্ট করা হয়নি। মিম মুরসির বিরুদ্ধে সহিংসতায় ইন্ধন জোগানোর অভিযোগ রয়েছে যা র ফলে বিক্ষোভকারীরা নিহত হয়।
XS
SM
MD
LG