অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আনন্দোৎসব ঈদ উদযাপিত


ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেইমস মোরিয়ার্টি, শুভেচ্ছা জানাচ্ছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে।
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেইমস মোরিয়ার্টি, শুভেচ্ছা জানাচ্ছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে।

যথাযোগ্য মর্যাদায় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
পবিত্র রমজানে সিয়াম সাধনার পর দেশের মুসলিম সম্প্রদায় তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে।
রাজধানী ঢাকায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গনস্থ জাতীয় ঈদগাহ ময়দানে। দ্বিতীয় বৃহত্তর জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল সাড়ে সাতটায়।

রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান, প্রধান বিচারপতি এম ফজলুল করিম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তথ্য ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদসহ মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সমাজের বিভিন্ন স্তরের লোক জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মওলানা মুহম্মদ সালাহউদ্দিন ঈদের প্রধান জামাতের ইমামতি করেন।
দেশের শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG