অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের ঈদ দেশের মতো নয় – জ়িহান হক


Eid in USA
Eid in USA

যুক্তরাষ্ট্রে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে। এ দেশে রয়েছে কয়েক লক্ষ প্রবাসী বাংলাদেশী মুসলমান। তেমনি একজন নিউ ইয়র্কে বসবাসরত জিহান ফেরদৌসী হক। তিনি এবং তার পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। বাংলাদেশে রয়েছেন তার বাবা-মা। তাদের কথাও মনে পড়ছে। বাংলাদেশের ঈদ আর প্রবাসে ঈদ পালনের মধ্যে কিছুটা হলেও তফাৎ আছে বৈকি। সে কথাই বলছিলেন জিহান ফেরদৌসী হক। তার সাথে কথা বলেছেন আহসানুল হক।

please wait
Embed

No media source currently available

0:00 0:04:30 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG