যুক্তরাষ্ট্রে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে। এ দেশে রয়েছে কয়েক লক্ষ প্রবাসী বাংলাদেশী মুসলমান। তেমনি একজন নিউ ইয়র্কে বসবাসরত জিহান ফেরদৌসী হক। তিনি এবং তার পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। বাংলাদেশে রয়েছেন তার বাবা-মা। তাদের কথাও মনে পড়ছে। বাংলাদেশের ঈদ আর প্রবাসে ঈদ পালনের মধ্যে কিছুটা হলেও তফাৎ আছে বৈকি। সে কথাই বলছিলেন জিহান ফেরদৌসী হক। তার সাথে কথা বলেছেন আহসানুল হক।