এ বছর ঈদ উপলক্ষ্যে কলকাতার মুসলিম সম্প্রদায় জাকাত ও ফিতরা বাবদ দান করছেন অন্তত ১৬০ কোটি টাকা। বছর চারেক আগেও অঙ্কটা ১০০ কোটি টাকার নিচে ছিল। দানের টাকাটা কাজে লাগে দরিদ্র মানুষের উপকারে। জনাকয়েক খুব ধনী মুসলিম একেক জন ৫ কোটি টাকা করে জাকাত দিয়েছেন, বেশ কয়েকজন দিয়েছেন ১ কোটি টাকা করে। তবে মোট ১৬০ কোটি টাকার পেছনে বেশিটাই রয়েছে সাধারণ মুসলিম মানুষের ছোট ছোট অর্থের দান। নিয়ম হল, নিজের অর্থের আড়াই শতাংশ জাকাত হিসেবে দান করতে হবে। অনেকেই অবশ্য তার বেশি টাকাই দিয়ে থাকেন। এই ভাবে তুলনায় সম্পন্ন মুসলিম মানুষদের দান দরিদ্র মুসলিমদের উপকারে লাগে। ধনীর সম্পদ দরিদ্রকে একটু স্বস্তি দেয়। সমাজের অর্থ কিছুটা সমান ভাবে বন্টিত হয়। মাত্র ৪ বছরে যে ১০০ কোটি টাকার জাকাত যে মাত্র ৪ বছরে ৬০% বৃদ্ধি পেয়ে ১৬০ কোটি টাকা ছাড়িয়ে গেল, তা কি মুসলিম সম্প্রদায়ের আর্থিক অবস্থার বেশ খানিকটা উন্নতির সূচক? এটা নিয়েই কথাবার্তা হচ্ছে।
এ সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন গৌতম গুপ্ত।