করোনা ভাইরাসের কারনে সম্প্রতি সরকারিভাবে কোরবানির জন্য ডিজিটাল গরুর হাটউদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে শুধু গরু কেনা বেচা নয় স্বাস্থ্য সম্মতভাবে জবাই
করে তা বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে কোন হাসির ছাড়াই।নতুন এই পরিবর্তনে ক্রেতা
এবং বিক্রেতারা কি বলছেন?গাবতলী হাটের গরু বিক্রেতা আব্দুল করিম অনলাইন
সম্পর্কে বলেন- অনলাইনে যে গরু বিক্রি হবে ক্রেতা সেই গরু পাবে কি না এতে সন্দেহ আছে।
ক্রেতা হাটে এসে সরাসরি দেখে গরু কিনবে এটাই ভালো মনে করেন গরুর ব্যাপারী আমির আলী।ফিরোজ ব্যাপারি বলেন- মোবাইলের মাধ্যমে ছোট গরুকে বড় দেখা যায়
এবং বড় গরু ছোট দেখা যায়।গরু ক্রেতা আশরাফুল ইসলাম বলেন-হাটে গিয়ে দেখে
গরু কেনাটাই ভালো মনে করি।হাটে লোক সমাগম না করে অনলাইনে কোরবানির
গরু কেনা বেচা করলে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে বলেন গরু ক্রেতা রমজান আলী। কোরবানির গরুর হাট নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন-আমরা জনস্বাস্থ্যের কথা চিন্তা করেই ঢাকার ভিতর থেকে গরুর হাট বাইরে নিয়েছি।