অ্যাকসেসিবিলিটি লিংক

৮:৪৬ এখন পুলিশী নিপীড়নের প্রতীক হয়ে গেছে


যুক্তরাষ্ট্রে এখন একটি সংখ্যা পুলিশের নৃশংসতার প্রতীক হয়ে উঠেছে। ফ্লয়েডের মৃত্যুর সময়টা ছিল ৮ মিনিট ৪৬ সেকেন্ড। অভিশংসকরা বলছেন এই সময় জুড়ে ফ্লয়েডের গলায় একজন শ্বেতাঙ্গ পুলিশ তার হাঁটু গেড়ে শ্বাসরুদ্ধ করে রেখেছিল। বিক্ষোভকারীরা কখনও নীরবে ক্ষোভ প্রকাশের সময় আবার কখনও পুলিশের সঙ্গে সংঘাতে এই সময়টাকে চিহ্নিত করেছে। বিক্ষোভকারীরা এ সপ্তায় বস্টনে , ট্যাকোমায়, ওয়াশিংটনে ঠিক ৮ মিনিট ৪৬ সেকেন্ডের জন্য রাস্তায় মৃতের মতো পড়ে ছিল। হিউস্টানের গির্জায় যাঁরা মোমবাতি হাতে , অবনত মস্তকে দাঁড়িয়ে ছিলেন , তাঁরাও ঠিক এই আট মিনিট ৪৬ সেকেন্ডের এই প্রতীকি সময়ে তাঁদের শ্রদ্ধা নিবেদন করেছেন।

সব বিক্ষোভ আন্দোলনে কেবল শ্লোগান দেয়া হয় , ফ্লয়েডের মৃত্যুর বিরুদ্ধে এই প্রতিবাদে গুরুত্বপূর্ণ সংখ্যাটি হচ্ছে ৮:৪৬ অর্থাৎ ৮ মিনিট ৪৬ সেকেন্ড। অভিশংসকরা এই সংখ্যা ঠিক করলেন কি ভাবে সেটা না জেনেও , সংখ্যাটি ফ্লয়েড এবং অন্যান্য কৃষ্ণাঙ্গ যারা পুলিশী নিপীড়নের শিকার হয়েছে তাদের যন্ত্রনার যন্ত্রনার একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের বেশ কিছু টেলিভিশন কেন্দ্রও , ৮ মিনিট ৪৬ সেকেন্ডের জন্য নির্ধারিত অনুষ্ঠান থামিয়ে দিয়ে ঐ সময়ের জন্য বিষাদের সুরধ্বণি বাজিয়েছে।

XS
SM
MD
LG