অ্যাকসেসিবিলিটি লিংক

কালবৈশাখীর আঘাতে অন্তত ৮ জন নিহত আহত শতাধিক


বাংলাদেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর ঝড় আঘাত হানলে অন্তত ৮ জন নিহত এবং শতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ এবং কর্মকর্তারা শুক্রবার জানিয়েছে বৃহস্পতিবার রাতে দেশের উত্তরাঞ্চলের নীলফামারী জেলার ডোমার ও জলঢাকা উপজেলায় কালবৈশাখীর ঝড়ে ৭ জন নিহত হয়েছেন এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। এছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলের
নেত্রকোনা জেলার আমতলায় ১ জন প্রাণ হারিয়েছেন এবং অপর ৫০ জন আহত হয়েছেন।

দুর্গত এলাকা গুলো থেকে সংবাদদাতারা জানিয়েছেন কালবৈশাখীর ঝড়ে শত শত ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছ পালা উপড়ে গেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাঁরা আরও জানান ঝড়ে খেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে, বজ্রপাতে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের কুড়িগ্রাম, সাতক্ষীরা, হবিগঞ্জ, মেহেরপুর ও নওগাঁ জেলা সমূহে প্রাণ হারিয়েছেন ৮ জন। এ নিয়ে চলতি মৌসুমে সারা দেশে বজ্রপাতে প্রাণ হারালেন অন্তত ১৬০ জন মানুষ।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG