অ্যাকসেসিবিলিটি লিংক

ভাসানচর থেকে পালাতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ল ১৮ জন রোহিঙ্গা 


ভাসানচর
ভাসানচর

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছে ১৮ জন রোহিঙ্গা। আটকদের মধ্যে রয়েছে ১০ জন শিশু ও ৮ জন প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা। গত দুই মাসে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ভাসান চরে অন্যান্য ক্যাম্পের তুলনায় অনেক সুবিধা দেওয়ার পরও রোহিঙ্গাদের মধ্যে এ ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। বিভিন্ন ভাবে তারা পালানোর চেষ্টা করছে।


জেলা পুলিশ প্রশাসন আজ আটককৃতদের নাম ঠিকানা এখনো প্রকাশ করেনি। জানা গেছে, বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে তাদের চেয়ারম্যান ঘাট ক্যাম্পে নিয়ে যায়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাসানচর আশ্রয় কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় চেয়ারম্যান ঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসী ১৮জন রোহিঙ্গাকে আটক করে। আটক রোহিঙ্গাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



XS
SM
MD
LG