অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে এল-সিসির প্রেসিডেণ্ট হিসেবে শপথ গ্রহণ


মিশরের সেনা বাহিনীর সাবেক প্রধান আব্দেল ফাতে এল সিসি, মিশরের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এক সপ্তাহ আগে তিনি বিপুল ভোটাধিক্যে নির্বাচনে জয়লাভ করেন।

রবিবার কায়রোতে শীর্ষ সাংবিধানিক আদালতে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। মি সিসি, মিশরের জনগনের স্বার্থ রক্ষার প্রতিশ্রতি দেন।

সেনা বাহিনী, এর আগের প্রেসিডেন্ট, ইসলামপন্থী মোহাম্মদ মোরসিকে ক্ষমতাচ্যুত করার প্রায় এক বছর পর মিঃ সিসি ক্ষমতায় এলেন।

মিঃ মোরসির মুসলিম ব্রাদারহুড এবারের নির্বাচন বয়কট করে। সামরিক বাহিনী সমর্থিত সরকার মুসলিম ব্রাদারহুডের উপর দমন অভিযান চালায়। মিঃ সিসি বলেন মিশরে মুসলিম ব্রাদারহুডের কোন ভবিষ্যত নেই।
XS
SM
MD
LG