অ্যাকসেসিবিলিটি লিংক

মহিলাদের ১০০ মিটার দৌড়ে ফ্লো জো'র রেকর্ড ভাঙলেন ইলেইন থম্পসন


টোকিও অলিম্পিকে মহিলাদের ১০০ মিটার জয়ের পর উল্লসিত জামাইকার ইলেইন থম্পসন-হেরা। ৩১ জুলাই, ২০২১।
টোকিও অলিম্পিকে মহিলাদের ১০০ মিটার জয়ের পর উল্লসিত জামাইকার ইলেইন থম্পসন-হেরা। ৩১ জুলাই, ২০২১।

ইলেইন থম্পসন-হেরা মহিলাদের ১০০ মিটারে ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারের ৩৩ বছরের অলিম্পিক রেকর্ড ভেঙে দিয়েছেন।শনিবার ১০.৬১ সেকেন্ডে লাইন অতিক্রম করার আগেই স্কোরবোর্ডের দিকে আঙুল তুলে তিনি শিরোপা রক্ষা ও জ্যামাইকার জন্য পদক অর্জনের ইঙ্গিত দেন।

১৯৮৮ সালের সোওল অলিম্পিকে গ্রিফিথ জয়নার ১০.৬২ সেকেন্ডের রেকর্ড গড়েছিলেন।

থম্পসন-হেরা তাঁর শীর্ষ প্রতিপক্ষ শেলি অ্যান ফ্রেজার প্রাইসকে .১৩ সেকেন্ডে হারিয়ে পদক জয় করেন। শেরিকা জ্যাকসন, যিনি টোকিও অলিম্পিকের জন্য স্বল্প দৈর্ঘের স্প্রিন্টে স্থানান্তরিত হয়েছিলেন, ১০.৭৬ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন।

ফ্লো জো এর আগে অতীতে কোন অলিম্পিক চ্যাম্পিয়ন ১০.৭ সেকেন্ডের রেকর্ড ভাঙতে পারেননি।থম্পসন-হেরাও পারবেন কিনা তা নিশ্চিত ছিলেন না। তিনি বলেন, "কিন্তু আমি জানতাম যে আমি জিতেছি। আঙুল উঁচিয়ে দেখানোর অর্থ বলতে আমি বুঝিয়েছি আমি প্রতিযোগিতা জিতেছি"

২০০৮ সালের বেইজিং গেমসে মহিলাদের পদক অর্জনের পর টোকিও অলিম্পিকে আবার জামাইকার এক নারী পদক জয় করলেন। উসাইন বোল্টের রেকর্ড পারফরম্যান্সের কারণে কিছুটা অলক্ষে রয়ে যায় ২০০৮ সালের মহিলাদের পদক অর্জন।

XS
SM
MD
LG