অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষকদের জন্য পর্যবেক্ষণ নীতিমালা নির্ধারণ


বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেসব স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা পর্যবেক্ষণ কাজে নিয়োজিত থাকবে, নির্বাচন কমিশন তাদের জন্য একটি পর্যবেক্ষণ নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ ওই সব পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের এ সম্পর্কে ব্রিফিংকালে বলেন, নির্বাচনের দিন স্থানীয় পর্যবেক্ষকগণ সংবাদ মাধ্যমের সাথে কোনো ধরনের কথা বলা ও মতামত প্রকাশ বা প্রতিক্রিয়া জানাতে পারবেন না।

নির্বাচনের দিনে স্থানীয় পর্যবেক্ষকদের জন্য পালনীয় নীতিমালার মধ্যে আরও রয়েছে, তারা ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না; কোনো ধরনের ছবি তোলা যাবে না। উল্লেখ্য এবারেই নির্বাচন কমিশন এ ধরনের নীতিমালা জারি করেছে। এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় নির্বাচন কমিশন সচিব ঢাকার পুলিশ কমিশনারসহ ৪ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানিয়ে বিএনপি নির্বাচন কমিশন বরাবর এক চিঠি দিয়েছে।

ঢাকা থেকে আমীর খসরুর প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG