থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা এক সপ্তাহ আগে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন। ঐ জরুরি অবস্থা তাঁর পদত্যাগ এবং সাংবিধানিক রাজতন্ত্রের সংস্কারের দাবিতে করা কয়েক মাস ধরে চলে আসা প্রতিবাদ বিক্ষোভ থামাতে ব্যর্থ হয়েছে। আজ এক লিখিত বিবৃতিতে সরকার ঐ জরুরি আদেশ প্রত্যাহারের ঘোষণা দেয়। ঐ বিবৃতিতে বলা হয় যে পরিস্থিতি এতটা স্বাভাবিক হয়েছে যে সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন বিভাগ সাধারণ আইন প্রয়োগ করতে পারেন।
গত সপ্তায় হাজার হাজার বিক্ষোভকারী ব্যাংককের গভর্ণমেন্ট হাউজে তাঁর দপ্তরে মিছিল করে যাবার পর প্রায়ুথ এই জরুরি অবস্থা জারি করেন। প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত প্রতিবাদকারীরা ঐ স্থান ছেড়ে যাবে না বলে সংকল্প প্রকাশ করে। চারজনের বেশি লোকের সমবেত হবার উপরে নিষেধাজ্ঞা থাকা সত্বেও, থাই রাজধানীতে গণবিক্ষোভ অব্যাহত থাকে যার ফলে প্রায়ুথ গত রাতে জাতীয় টেলিভিশনে এই ঘোষণা দিতে বাধ্য হন যে তিনি জরুরি অবস্থা প্রত্যাহারের পরিকল্পনা করছেন। তবে প্রতিবাদকারীরা সংকল্প নেয় যে প্রধানমন্ত্রী যদি শনিবারের মধ্যে পদত্যাগ না করেন তা হলে তারা আবার বিক্ষোভ শুরু করবে।
সেনাবাহিনীর সাবেক জেনারেল প্রায়ুথ ২০১৪ সালের অভ্যূত্থানে অসামরিক সরকারকে উত্খাত করে ক্ষমতা দখল করেন। তিনি গত বছর নির্বাচনে জয়লাভ করেন তবে বিক্ষোভকারীরা বলছে সামরিক বাহিনীর তৈরি তার পক্ষের আইনের কারণে ভোটে কারচুপি হয়।