দুহাজার একুশের বিধানসভা ভোটের যুদ্ধের মহারণে লক্ষ্য নারীশক্তি। মহিলা ভোটব্যাঙ্ক মাথায় রেখেই আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পথে নামছে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকে যাদবপুর পর্যন্ত হবে পদযাত্রা।
নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী নিজেই। বাংলা নিজের মেয়েকেই চায়। একুশের ভোটের আগে নয়া স্লোগানে ভোট ময়দানে ইতিমধ্যেই সওয়ার হয়েছে তৃণমূল। মমতা যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, এতে কোনও সন্দেহ নেই। একুশের ভোটের আগে মহিলা ভোটকেই পাখির চোখ করছে ঘাসফুল শিবির দলীয় সূত্রে এমনই খবর।