অ্যাকসেসিবিলিটি লিংক

প্রকৌশলীদের প্রতিবেদনে মায়ামির ভবনের নিচে কাঠামোগত সমস্যার উল্লেখ ছিল


শনিবার ভোরে নিউইয়র্ক টাইমস জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৩ তলা ভবন ধ্বসের বিষয়ে তিন বছর আগে প্রকৌশলীদের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিলো যে ভবনের নিচে "বড় কাঠামোগত সমস্যা রয়েছে।"

সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, এ ছাড়াও, প্রকৌশলীরা ভবনের নীচে অবস্থিত পার্কিং গ্যারেজের দেয়ালে, বিমে এবং কলামগুলিতে "প্রচুর পরিমাণে" ফাটল লক্ষ্য করেছিলেন। দ্য টাইমস বলেছে,কয়েক লক্ষ ডলারের মেরামত প্রকল্পের জন্য ঐ প্রতিবেদনটি করা হয়েছিল যা শীঘ্রই শুরু হতে যাচ্ছিল।

সংবাদপত্রটি জানিয়েছে, পৌর আধিকারিকরা শুক্রবার গভীর রাতে প্রকৌশলীদের ঐ প্রতিবেদন প্রকাশ করেন। ২০১৮ সালের ঐ প্রতিবেদনে ভবনটি ধ্বসে পড়ার বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি তবে এটি জানানো হয় যে "বেশিরভাগ কংক্রিটের অবনতি হয়েছে এবং সময়োচিতভাবে মেরামত করা দরকার।"

ওয়াশিংটন পোস্ট গত বছর পরিচালিত একটি গবেষণার বরাত দিয়ে জানিয়েছে যে ভবনটি জলাভূমিতে নির্মাণ করা হয়েছিল এবং ১৯৯০ সাল থেকে ধীরে ধীরে মাটির নিচে দেবে যেতে শুরু করে।

XS
SM
MD
LG