অ্যাকসেসিবিলিটি লিংক

ইংরেজি শেখার অনুষ্ঠান : Words & Their Stories পর্ব : ৩


ইংরেজি শেখার এই ধারাবাহিক আয়োজনে আমরা এমন কিছু ইংরেজি শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করছি যে গুলো বাক্যে Phrases and Idioms হিসেবেই সাধারণত ব্যবহার করা হয়। আজকের অনুষ্ঠানে ear শব্দটির নানান প্রয়োগ দেখবো।
আনিস : ইংরেজি শেখার এই আয়োজন Words & Their Stories এ আপনাদের স্বাগত জানাচ্ছি , আমি আনিস আহমেদ , আর আমার সঙ্গে রয়েছে ..
শতরূপা : .... আমি শতরূপা বড়ুয়া।
আনিস : মনে আছে নিশ্চয়ই শ্রোতারা আপনাদের এবং শতরূপা তোমারও যে গত সপ্তায় আমরা Nose শব্দটি দিয়ে বেশ কিছু idioms, phrases কিংবা proverbs এর ব্যবহার নিয়ে কথা বলেছি।
শতরূপা : কিন্তু আজ যে বলেছিলেন Ear নিয়ে কিছু Phrases and Idioms সম্পর্কে আমরা কথা বলবো।
আনিস : তা তো বলবোই । তবে আগে দেখা যাক গত সপ্তায় শেখা Phrases and Idioms কতটুকু আমরা মনে রাখতে পেরেছি? আমি ঐ Phrases and Idioms শোনাবো। আর শতরূপা তুমি ওগুলো দিয়ে একটা করে বাক্য রচনা করো।
অ্যাক্ট ১ / nose to the grindstone
শতরূপা : Garment workers in Bangladesh keep their nose to grindstone.
আনিস : চমৎকার বাক্য , এবার পরেরটা :
অ্যাক্ট ২/ keep his nose clean
শতরূপা : I think the workers should keep their nose clean from labor unrest .
আনিস : পরের টা
অ্যাক্ট ৩/ cuts off his nose
শতরূপা : He behaved so badly that everyone was angry with him . He practically cut off his nose to spite his face.
আনিস :হ্যাঁ এটা একটা চমৎকার উদাহরণ ।
অ্যাক্ট ৪/ looks down his nose
শতরূপা : He is so proud of himself that he looks down his nose at others.
আনিস : এবার এটা
অ্যাক্ট ৫ / nose in the air.
শতরূপা : She thinks she is on the top. She has her nose in the air
আনিস : বাঃ । একদম ঠিক হয়েছে। পরের ফ্রেইজটা এ রকম :
অ্যাক্ট ৬ right under your nose
শতরূপা : You have been looking for your pen all over the room , but it’s right under your nose.
আনিস : খুবই যথার্থ উদাহরণ ।
শতরূপা : আজ অবশ্যি বলেছিলেন , ear , মানে কান শব্দটিকে idiom, phrase কিংবা proverb হিসেবে ব্যবহার করা সম্পর্কে আলোচনা করবেন।
আনিস : হ্যাঁ আমি সে কথা ভুলে যাইনি শতরূপা। এবার তা হলে শোনা যাক
অ্যাক্ট ৭ / lend an ear

আনিস : এর অর্থটা কি বলোতো শতরূপা ?
শতরূপা: এর মানে হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন । অর্থাৎ কাউকে মনোযোগ দিয়ে শুনতে বলা।
আনিস : একদম ঠিক বলেছো। এবার শোনা যাক বাক্যে এর ব্যবহার ।
অ্যাক্ট ৮ / If you are a good person, you will lend an ear to your friends. You will listen to them when they have a problem they need to talk about
শতরূপা : আবার শোনা যাক
অ্যাক্ট ৯ / If you are a good person, you will lend an ear to your friends. You will listen to them when they have a problem they need to talk about
আনিস : এবার আরেকটা এক্সপ্রেশান
অ্যাক্ট ১০ : all ears
শতরূপা : এটা কি ear এর বহু বচন বা প্লুরাল অর্থে...
আনিস : না না , এই all ears এর মানেটা হলো, আগ্রহ নিয়ে শোনা কিংবা শুনতে আগ্রহ প্রকাশ করা , যেমন এই বাক্যটি লক্ষ্য করা যাক
অ্যাক্ট ১১: Well, I hope you are all ears or very interested in hearing more expressions.
শতরূপা : আমরা কি তা হলে আরেকবার এই Sentence টা শুনবো ?
আনিস : হ্যাঁ নিশ্চয়ই
অ্যাক্ট ১২ : Well, I hope you are all ears or very interested in hearing more expressions.
আনিস : অন্য আরেকটি phrase শোনা যাক
অ্যাক্ট ১৩ : put a bug in your ear
শতরূপা : এই কথাটি শুনে আমার কি মনে হচ্ছে জানেন ?
আনিস : কি ?
শতরূপা : মনে হচ্ছে এটা বোধ হয় কানে পোকা ঢোকার কোন ব্যাপার।
আনিস : আক্ষরিক অর্থে তাই-ই । তবে বাক্যে এর ব্যবহারটা শুনলেই বুঝতে পারবে , এর মানেটা একটু ভিন্ন। শোনা যাক তা হলে :
অ্যাক্ট ১৪ : We might even put a bug in your ear or give you an idea about something.
আনিস : অর্থটা এবার বুঝতে পারছো ।
শতরূপা : হ্যাঁ মানে হচ্ছে কাউকে কোন ব্যাপারে আগে থেকে ধারণা দেওয়া ।
আনিস : আরেকবার শোনা যাক
অ্যাক্ট ১৫: We might even put a bug in your ear or give you an idea about something.
আনিস : এবার আরেকটা Phrase :
অ্যাক্ট ১৬ play it by ear:
আনিস । এর অর্থ দু রকম । একটা হলো শুনে শুনে , সুর মনে রেখে এমনিতে গান গাওয়া ।
শতরূপা : আরেকটা মানে ?
আনিস : কোন কিছু শেষ মূহুর্তে করা । এবার এর অর্থটি পরিস্কার ভাবে বোঝা যাক
অ্যাক্ট ১৭ : play it by ear. This has two meanings. One is to play a song on a musical instrument by remembering the tune and not by reading the music. Play it by ear also means to decide what to do at the last minute instead of making detailed plans.
আনিস : আজ তা হলে , ইংরেজি শেখার এই অনুষ্ঠান Words & Their Stories এখানেই শেষ করি ..আগামিতে থাকবে চোখ নিয়ে কিছু Phrases and Idioms । আসছে মঙ্গলবার নাগাদ
শতরূপা : আমি শতরূপা বড়ুয়া
আনিস : আর আমি আনিস আহমেদ , এখানেই বিদায় চাইছি।

please wait

No media source currently available

0:00 0:05:05 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG