অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে ভূমিকা রাখতে প্রত্যয়ী এরদোয়ান


প্রেসিডেন্ট এরদোয়ান সাইপ্রাসের নিকোশিয়ায় হালা সুলতান মসজিদে ঈদের জামাতের পর ভাষণ দিচ্ছেন, ২০শে জুলাই, ২০২১ / এপি
প্রেসিডেন্ট এরদোয়ান সাইপ্রাসের নিকোশিয়ায় হালা সুলতান মসজিদে ঈদের জামাতের পর ভাষণ দিচ্ছেন, ২০শে জুলাই, ২০২১ / এপি

তালিবানদের বিরোধিতা সত্ত্বেও, তুরস্ক, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর কাবুল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার কর্মসূচি এগিয়ে নিয়ে যাবেI আঙ্কারা, বিমান বন্দরটি সুরক্ষা করতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালাচ্ছে, আলোচকেরা যাকে, স্থিতিশীলতা রক্ষা এবং আফগানিস্তানে আন্তর্জাতিক উপস্থিতির ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ বলে ভাবছেনI

তালিবানরা, বিদেশী সেনা প্রত্যাহারের পর, তুরস্কের সামরিক বাহিনী সেখানে থেকে গেলে, তার মারাত্মক পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি করে দিয়েছে; তবে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফ এরদোয়ান দৃশ্যত এ ধরণের হুমকিকে খাটো করে দেখছেন এবং আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেনI

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, পররাষ্ট্র দপ্তর বা তাঁর নিজের উদ্যোগে তুরস্ক, তালিবানদের সঙ্গে কি ধরণের বা কোথায় আলোচনায় বসতে পারে তা খতিয়ে দেখছেI আঙ্কারা আফগানিস্তানেরসঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্কের কারণেএবং তালিবানদের বিরোধিতা প্রশমনে নেটোজোটে একমাত্র সংখ্যাগরিষ্ট মুসলমান দেশ হিসাবে ভূমিকা রাখার প্রয়াস নিচ্ছেI

আফগানিস্তানে ৫০০ সদস্যের তুরস্ক বাহিনী তালিবানদের সঙ্গে কোনো ধরণের সামরিক সংঘাতও এড়িয়ে চলেছেI

XS
SM
MD
LG