ইথোপিয়ার রাজধানীতে এক রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণে কেউ নিহত হয়নি বলে এখন বলছে ইথোপিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর। তবে প্রাথমিক সংবাদে বলা হয়েছিল যে কিছু লোক ঐ বিস্ফোরণে মারা যায়। অবশ্য এরই মধ্যে ৮৩ জনের আহত হবার খবর পাওয়া গেছে যাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।
আজ আদিস আবাবার এক সমাবেশে ইথোপিয়ার নতুন প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শেষ করতে না করতেই বিষ্ফোরণটি ঘটলো।
রাষ্ট্রীয় সম্প্রচার দ্রুত বন্ধ হয়ে যায় এবং আবি আহমেদকে মেসক্যাল স্কোয়ারের ঐ মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। সেখানে হাজার হাজার লোক এই তরুণ রাজনীতিকের ভাষণ শোনার জন্য জড়ো হয়েছিল যিনি কীনা কাউ বয় হ্যাট এবং টি শার্ট পরে ছিলেন।
এই বিস্ফোরণের পর টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আবি বলেন ভালোবাসাই জয় করতে পারে , অন্যকে হত্যা করা আসলে পরাজয় বরণ করা। তিনি আরও বলেন যে যারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছিল , তাদের বলবো , তোমরা সফল হওনি।
প্রধানমন্ত্রী চিফ অফ স্টাফ , ফিতসুম আরেকা টুইটারে জানান যে গ্রনেডের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়। প্রধানমন্ত্রী আবিই এপ্রিল মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে বড় রকমের পরিবর্তন এনেছেন , যার মধ্যে রয়েছে প্রায় সকল কারাবন্দি সাংবাদিককে মুক্তি দেওয়া , সরকারের সমালোচক সক্রিয়বাদিদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া এবং দেশে খোলা অর্থনীতির ব্যাপারে পদক্ষেপ নেওয়া