ইথিওপিয়া সরকার মঙ্গলবার যুদ্ধপীড়িত উত্তরাঞ্চলীয় টিগ্র্যায়ের টিগ্র্যায়ে পিপলস লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে লড়তে জনগণকে সামরিক বাহিনীতে যোগ দেবার আমন্ত্রণ জানিয়েছেনI জুন মাসে সরকার একতরফা যুদ্ধ বিরতির ঘোষণা দেবার পর তাদের সেনা টিগ্র্যায় থেকে সরে যায় অথবা ঐ চুক্তি থেকে বেরিয়ে আসে। তারপর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই ঘোষনা এলো।
প্ৰধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতিতে বলা হয়," সমর্থ ইথিওপিয়ানদের জন্য দেশপ্রেম প্রদর্শনের এবং প্রতিরক্ষা, বিশেষ বাহিনী বা মিলিশিয়াতে যোগ দেবার এটাই উপযুক্ত সময়"I
নভেম্বরে জাতীয় সরকার ও টিগ্র্যায়ে পিপলস লিবারেশন ফ্রন্টের মধ্যে লড়াই শুরু হলে, জাতিসংঘের হিসাব অনুযায়ী, টিগ্র্যায়ে, আমহারা ও আফার অঞ্চলে খাদ্য অনিশ্চয়তাজনিত জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়I