অ্যাকসেসিবিলিটি লিংক

টাইগ্রে'র মানবিক পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মানবিক সংস্থার উদ্বেগ 


জাতিসংঘ মানবিক সংস্থার প্রধান, বৃহস্পতিবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ৫ মাস ব্যাপী সংঘাতে টাইগ্রে অঞ্চলের মানবিক পরিস্থিতি আরো সংকটময় হয়ে উঠছে, কারণ সেখানে ক্ষুধা-দারিদ্র ও যৌন সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এবং ইরিত্রিয়ার সেনাবাহিনী চলে যাওয়ার কোনোই লক্ষণ দেখা যায় নিI

সংস্থার প্রধান, মার্ক লোকোক নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে বলেন, যে তাঁর দপ্তর, প্রতিনিয়ত সেখানে ক্ষুধায় মৃত্যুর খবর পাচ্ছেনI গত সপ্তাহে, তারা গৃহহীন ৪ জনের মৃত্যুর খবর পেয়েছেনI এছাড়াও, বৃহস্পতিবার তারা অফলা ওরেডা শহরে ১৫০ জনের ক্ষুধার জ্বালায় মৃত্যুর সংবাদ পেয়েছেনI
সংস্থার প্রধান লোকোক বলেন, এটা এক হুঁশিয়ারি সংকেত, যা আমাদের মনে করিয়ে দেয় যে এখুনি ব্যবস্থা গ্রহণ না করলে, পরিস্থিতি কি দাঁড়াবেI তিনি বলেন, যুদ্ধের অস্ত্র হিসাবে ক্ষুধা-দারিদ্রের ব্যবহার হবে এক মানবিক লঙ্ঘনI

মি: লোকক বলেন, মার্চ মাসের শেষ নাগাদ, ইথিওপিয়ার শ্রম দপ্তরের হিসাব অনুযায়ী, টাইগ্রে'র ১০ লক্ষ ৭০ হাজার জনগণ গৃহহীন হয়েছেনI

XS
SM
MD
LG