অ্যাকসেসিবিলিটি লিংক

করোনাভাইরাসের অর্থনৈতিক প্রতিক্রিয়া সামাল দিতে ইইউ‘র ৫৮ কোটি ডলারের থোক সাহায্য


করোনাভাইরাসের জন্য লকডাউনের কারণে সদস্য রাষ্ট্রগুলোর ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ৫৮ কোটি ডলারের একটি থোক সাহায্য অনুমোদন করেছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল গতকাল জানান যে, সহায়তা প্যাকেজ জুন মাস থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। মিশেল বলেন এর ফলে যারা মজুরি হারিয়েছেন তাদের সাহায্য করা সম্ভব হবে, কোম্পানিগুলো চালু রাখা যাবে এবং স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থায় অর্থায়ন করা যাবে। তিনি বলেন, আমরা সকলেই এ ব্যাপারে সহমত যে আমাদের নাগরিকদের স্বাস্থ্য ও সুরক্ষা সবার আগে। আমরা এই পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখতে এবং এ ব্যাপারে যথা সম্ভব সমন্বয় রাখতে চাই যাতে করে নিয়ম মত পর্যায়ক্রমে এই লকডাউনের বিধিনিষেধ তুলে নেয়া যায়।

বৃহস্পতিবারের এই ভার্চুয়াল শীর্ষ বৈঠকে ইইউ নেতারা এই ২৭ জাতি বিশিষ্ট ব্লককে পুনর্গঠিত করার জন্য, উদ্ধার তহবিলের বিষয়েও সহমত হয়েছেন। তবে এ ব্যাপারে অর্থের সুনির্দিষ্ট পরিমাণ জানানো হয়নি। কর্মকতারা বলছেন, এর জন্যে এক লক্ষ দশহাজার কোটি থেকে এক লক্ষ ষাট হাজার কোটি ডলার প্রয়োজন পড়বে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন বলেন যে, করোনাভাইরাসের পর এর অর্থনৈতিক সংকটের প্রতিক্রিয়া আধুনিক যুগে এর আগে কখনো ঘটেনি। তিনি বলেন, এই মহামারি তো কোন সীমান্ত মানে না, কোন দেশ মানে না এবং কোন কোন দেশ, অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা এক যোগে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যদি কাজ না করি তা হলে এই দূর্যোগ থেকে উদ্ধার কাজ একই রকম হবে না এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পার্থক্য আরো বেড়ে যাবে।

এই তহবিল জরুরি ভিত্তিতে প্রয়োজন ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইটালি এবং স্পেনের।

XS
SM
MD
LG