অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যাকাররা গত তিন বছর ধরে ইইউ'র যোগাযোগ নেটওয়ার্ক থেকে বার্তা ডাউন লোড করছে: নিউইয়র্ক টাইমস


মঙ্গলবার রাতে দ্যা নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে যে, হ্যাকাররা গত তিন বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের যোগাযোগ নেটওয়ার্কে প্রবেশ করতে পারছে এবং হাজার হাজার স্পর্শকাতর তার বার্তা ডাউন লোড করছে।

ঐ প্রতিবেদনে জানানো হয়েছে যে এই ঘটনা আবিস্কার করে সাইবার সিকিউরিটি সংক্রান্ত কোম্পানি এরিয়া- ওয়ান। তারা ঐ সংবাদপত্রে ১১০০ এর বেশি তার বার্তা পাঠিয়েছে।

সংবাদপত্রটি জানাচ্ছে যে ফাঁস হয়ে যাওয়া কাগজপত্র, “ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তা সম্পর্কে ইউরোপের উদ্বেগের ব্যাপারটি তুলে ধরেছে যার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের এমন অনুভূতি যে এই গোষ্ঠিটি সম্পর্কে ট্রাম্পের নেতিবাচক আচরণ অনেকখানি নিরাপদহীনতা সৃষ্টি করেছে।

এই সব কাগজপত্রে রাশিয়া ও চীনের মোকাবিলা করার ব্যাপারে এই আঞ্চলিক ব্লকের সংগ্রাম এবং ইরানের পরমাণু কর্মসূচির পুনর্জ্জীবন যে ঝুঁকি সৃষ্টি করতে পারে সে সব বিষয়ও রয়েছে। তাছাড়া সৌদি আরব, ইসরাইল এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের মধ্যকার সংলাপের সামরিকপত্রও রয়েছে।

হ্যাকাররা যে সব তথ্যের নাগাল পেয়েছে, সেগুলো সবই গোপনীয়।

XS
SM
MD
LG