অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সন্ত্রাসি কর্মকাণ্ড বৃদ্ধিতে উদ্বেগ ইউরোপীয় ইউনিয়ন ইইউর রাষ্ট্রদূতের


বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসি কর্মকাণ্ড উদ্বেগ জনক হারে বেড়ে গেছে বলে দাবী করে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ইইউর রাষ্ট্রদূত পিয়ারে মায়াদু বলেছেন ইইউ বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

ইউরোপ ডে উপলক্ষে মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে কয়েকজন সাংবাদিকের সাথে আলাপকালে পিয়ারে মায়াদু বলেন ইইউ বাংলাদেশের সাথে এ বিষয়ে যথা শীঘ্র আলোচনায় বসতে চায়। তাঁর মতে বাংলাদেশে আইএস আছে কি নেই এই বিতর্কে না জড়িয়ে দেশে সন্ত্রাসি গোষ্ঠী আছে বলে পরিস্থিতি মোকাবেলা করা উচিত।

মঙ্গলবার খবরের কাগজে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭৮ জন নিহত হওয়ার খবর ছেপেছে বলে উল্লেখ করে তিনি বলেন গত বছর ফেব্রুয়ারী মাসে ব্লগার হত্যার মধ্য দিয়ে যা শুরু হয়েছে তা চলছেই। দুদিন আগেও একজন পীরকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন গত কয়েকমাসে বাংলাদেশে নিরাপত্তা সমস্যা অনেক বেড়ে গেছে যা এর আগে কখন হয়নি। বাংলাদেশের বিভিন্ন ক্ষত্রে ইইউও অংশীদার বলে উল্লেখ করে তিনি বলেন এজন্য এসব বিষয় নিয়ে দুপক্ষের আলোচনার টেবিলে বসতে হবে।

XS
SM
MD
LG