ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ঊরসুলা ভন দে লেয়েন আজ ঘোষণা করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন, ফাইজার-বাইওএনটেকের কাছ থেকে আরও ৫ কোটি ডোজ টীকা পাবার জন্য চুক্তি করেছে যা সামনের মাসগুলোতে সরবরাহ করা হবে। ব্রাসেলস এ সংবাদদাতাদের ভন দের লেয়েন বলেন যে এই চুক্তির অর্থ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন মোট ২৫ কোটি ডোজ পেয়ে যাবে। তিনি বলেন এই সহযোগীদের সঙ্গে তৃতীয় একটি চুক্তি সম্পাদনের জন্য ইউরোপীয় ইউনিয়ন কথাবার্তা বলছে যার ফলে ২০২২ এবং ২০২৩ সালে ১৮০ কোটি ডোজ পাওয়া যাবে।
তিনি বলেন এই চুক্তির ফলে টীকা উত্পাদনের বিষয়টিই কেবল নয় বরঞ্চ এর উপাদানগুলোও এতে অন্তর্ভুক্ত থাকবে। যার সব কিছুর মূল স্থান হবে ইউরোপীয় ইউনিয়ন । ভন দের লেয়েন বলেন ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি দেশে এরই মধ্যে ১০ কোটি ডোজ টীকা দেয়া হয়েছে তবে তিনি বলেন অ্যাস্ট্রাজেনেকা এবং এ সপ্তায় আবার জনসন এন্ড জনসন টীকা নিয়ে যে সমস্যার কথা উঠেছে এ রকম বিভিন্ন কারণে টীকা দানের নির্ধারিত পরিকল্পনা ব্যাহত হতে পারে।