অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় ইউনিয়ানের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন এষ্টানের মিসর সফর



ইউরোপীয় ইউনিয়ানের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন এষ্টান মিসরের অন্তর্বতী সরকার এবং মুসলিম ব্রাদার হুডের মধ্যে সম্পর্ক উন্নয়ণে সাহায্যের জন্য দেশটি সফর করছেন। এষ্টান বুধবার পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমের সংগে সাক্ষাত করেন তবে প্রধানমন্ত্রীসহ আরো অন্যান্য নেতাদের সংগেও তার আলোচনার কথা ছিল। এর মধ্যে ব্রাদারহুড দলের কর্মকর্তা এবং ধর্মীয় নেতারাও অন্তর্তভূক্ত ছিলেন।
দু’দিনের সফরে মিস এষ্টানে সামরিক বাহিনীর প্রধান জেনারেল আব্দুল ফত্তা আল সিসির সংগে বৈঠক করবেন।

মংগলবার সিসি রাজনৈতিক রোডমেপের ভিত্তিতে যেখানে আগামি বসন্তে যে নির্বাচনের কথা রয়েছে তার প্রেক্ষিতে দ্রুত সরকার পরিবর্তনের আহ্বান জানান।

জুলাই মাসে প্রেসিডেন্ট মোরসীকে ক্ষমতাচ্যুত করার পর সমরিক বাহিনী দেশের নিয়ন্ত্রণ ভার তুলে নেয়। এ পর্যন্ত সেখানে অন্তত ইসলামপন্থী এক হাজার মানুষ নিহত হয়েছে।
XS
SM
MD
LG