অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় ইউনিয়ন অভিবাসী সঙ্কট নিয়ে আলোচনার জন্য বৈঠক করছে


Migrants charge their mobile phones at the Eastern (Keleti) railway station in Budapest on August 31, 2015. The EU is grappling with an unprecedented influx of people fleeing war, repression and poverty in what the bloc has described as its worst refugee
Migrants charge their mobile phones at the Eastern (Keleti) railway station in Budapest on August 31, 2015. The EU is grappling with an unprecedented influx of people fleeing war, repression and poverty in what the bloc has described as its worst refugee

হাজার হাজার অভিবাসী ইউরোপে যাচ্ছে এবং যে চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে তা মোকাবেলার লক্ষ্য জরুরী কার্যব্যবস্থা গ্রহণের জন্য ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীর স্বরাষ্ট্রমন্ত্রীরা আহ্বান জানিয়েছেন। এই বিষয়টি ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করেছে।

ব্রিটেন এর টেরিসা মে, ফ্রান্স এর বার্নার্ড ক্যাজেনিইউভ এবং জার্মানীর টমাস ডি মেজিইর, রবিবার এক যুগ্ম বিবৃতি প্রকাশ করেছেন এবং তাতে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট লুকসেমবুর্গকে দু সপ্তাহের মধ্যে বৈঠক অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। লুকসেমবুর্গ বলেছে ১৪ই সেপ্টেম্বর ব্রাসেল্সে আলোচনা শুরু হবে এবং তাতে সংশ্লিষ্ট থাকবে ইইউর স্বরাষ্ট্র ও বিচার বাভাগীয় মন্ত্রীরা। লুকসেমবুর্গ বলেছে ইউরোপীয় কার্যব্যবস্থা জোরদার করাই এর লক্ষ্য।

মন্ত্রীরা বলেছেন এটা একটা অস্বাভাবিক ব্যতিক্রমী পরিস্থিতি এবং ইটালী ও গ্রীসে অভিবাসীদের জন্য কাগজপত্র ও অন্যান্য ব্যবস্থা আরও ভাল করার আহ্বান জানিয়েছেন। যে অভিবাসীরা ভূমধ্যসাগর অথিক্রম করে, তারা ওই দুটি দেশেই প্রথম অবতরন করে।

XS
SM
MD
LG