ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনকে বিদায় করে দিতে ইইউ নেতাদের যেন আর তর সইছে না। লিসবন চুক্তি অনুযায়ী দুই বছরের প্রস্থান প্রক্রিয়া প্রত্যক্ষ করতে তারা একেবারেই নারাজ। সবকিছু লণ্ডভন্ড করে দেয়া ব্রেক্সিট গণভোটের প্রেক্ষাপটে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কাল ব্রাসেলস সফরে যাচ্ছেন। কিন্তু এই সফরের পরিবেশ ও মেজাজ সফর শুরুর আগেই নাটকীয়ভাবে বদলে গেছে। লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী।