ইওরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরে ইতালির একটি হাসপাতালে মারা যান ৬৫ বছর বয়সী এই রাজনীতিক ও সাবেক সাংবাদিক। সাসোলির মুখপাত্র রবার্ট সুইলো টুইটারে এ খবর নিশ্চিত করেছেন।
তার অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, রোগপ্রতিরোধ ক্ষমতাসংক্রান্ত এক বিশেষ জটিলতায় ভুগছিলেন সাসোলি। গত মাসে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ইতালির সাবেক এই সাংবাদিক ২০১৯ সালে ৭০৫ আসনের ইইউ পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
অসুস্থতার কারণে যাবতীয় কার্যক্রম থেকে বিরত ছিলেন সাসোলি।
ব্যাপক জনপ্রিয় এই রাজনীতিক তার উদ্বোধনী বক্তৃতায় ইউরোপবাসীদের উগ্র জাতীয়তাবাদ নামক ‘ভাইরাস’ পরিত্যাগ করতে আহ্বান জানান। তিনিইউরোপের অভিবাসন নীতি এবং রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত আইন সংশোধনের পক্ষে ছিলেন।
[[রয়টার্স]]