অ্যাকসেসিবিলিটি লিংক

মোটরগাড়ির ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় ইউনিয়নের সতর্কতা


ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রকে মোটরগাড়ির ওপর শুল্ক আরোপের বিষয়ে সতর্ক করে বলেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে এবং পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা স্বরূপ উনত্রিশ হাজার চারশ কোটি ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপিত হতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রনালয়ে পাঠানো এক চিঠিতে ইউরোপীয় ইউনিয়ন জানায় ইউরোপীয় মোটরগাড়ী এবং গাড়ীর যন্ত্রাংশের ওপর শুল্ক আরোপ করার বিষয় অযৌক্তিক এবং অর্থনীতির জন্য একটি ভুল সিদ্ধান্ত হবে । যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনালড ট্রাম্প নিরাপত্তার কারণ দেখিয়ে ইউরোপ থেকে আমদানি করা গাড়ীর ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেন। এই বিষয়ে বাণিজ্য মন্ত্রী ওইলবার রসের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক বৃদ্ধি করবেন কিনা তা এখনই জানা সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব বাণিজ্য সংস্থার সমালোচনা করে বলেন তারা অনেকদিন ধরে আমাদের ওপর অবিচার করে আসছে এবার আমরা বাধ্য হব পদক্ষেপ নিতে যদি আমাদের সঙ্গে ন্যায্য আচরণ করা না হয়। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের মোটরসাইকেল, তফি,অরেঞ্জ জুস,বউরবন,জিন্স এবং অন্যান্য পণ্যের ওপর ২৫শতাংশ শুল্ক আরোপ করে। এদিকে ক্যানাডা রবিবার বলেছে তারা ১২ কোটি ডলার মূল্যের ইস্পাত এবং এলুমিনাম, টফি, সিরাপ, কফি বিন্স এবং স্ত্রবেরির ওপর শুল্ক বৃদ্ধি করেছে। ওদিকে চীন এবং যুক্তরাষ্ট্র শুক্রবার থেকে ৩৪ কোটি ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করতে যাচ্ছে।

XS
SM
MD
LG