অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপে তৃতীয় সংক্রমণ অত্যাসন্ন, নেতারা দায়িত্ব এড়াতে চান 


জার্মানি ও ফ্রান্সে দ্বিতীয় সংক্রমণের পর, তৃতীয় ঢেউ অত্যাসন্নI সেখানে বাড়ছে প্রতিদিন অর্থনৈতিক দৈন্য আর হতাশাI তবে রাষ্ট্র প্রধানরা তাতে বেশি উদ্বিগ্ন নন, পরিস্থিতির দায়িত্ব কাঁধে নিতে নারাজI

যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো'র মন্তব্য "আমি তো কোনো ভুল করিনি" শোনার পর তেমনটি মনে হয়I তিনি লক ডাউন এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেনI কোরোনার গভীর সঙ্কটে তিনি তাঁর ব্যর্থতা মানতে রাজি ননI

তবে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের মনোভাবে পরিবর্তন লক্ষ্য করা যায়I তিনি গত সপ্তাহের প্রাথমিক সিদ্ধান্তের জন্য ক্ষমা প্রার্থনা করেছেনI সিদ্ধান্ত বদল করে এখন 'ইস্টার' অব্দি দেশজুড়ে লক ডাউন জারি করেছেনI তিনি তাঁর পূর্বেকার সিদ্ধান্তকে এক চরম ভুল বলে উল্লেখ করেনI

তিনি জার্মান জনগণকে আরো আশাবাদী হতে এবং নিষেধাজ্ঞা ও ভ্যাকসিন পেতে বিলম্বে অভিযোগ না করার আবেদন জানানI

XS
SM
MD
LG